সোমবার, ৩০ জুলাই, ২০১২

Chain of command


‡PBb Ae KgvÛ
GK
অফিসে বের হবো, এমন সময় মলি বললো, জানো, তুলি বৃত্তি পেয়েছে শুনে আমি খুবই খুশি হলাম কিন্তু মণি মোটেই খুশি নয় কারণ আমাদের মেয়ে রুনা বৃত্তি পায়নি

বুধবার, ১৮ জুলাই, ২০১২

জীবনের ছন্দ


জীবন মানে গতি, জীবন মানে শক্তি। একজনের যখন শুরু আর একজনের তখন শেষ। জীবনের দর্শন গভীর উপলব্ধি আর চিন্তন দিয়ে শুরু।সকল জীবনের মধ্যে একটা যোগসূত্র আছে। আমরা যদি সেটা আবিষ্কার করতে পারি তবে এক ধরণের প্রশান্তি পাওয়া যাবে এবং  জাতি,ধর্ম,গোষ্টির কোন পার্থক্য মানুষের মধ্যে থাকবে না। পৃথিবীর মানুষগুলো তখন এই পৃথিবীকে একটি সোনার স্বর্গ বানাতে পারবে। এ পর্যায়ে যেতে হলে সবাইকে নতুন শিক্ষায় শিক্ষিত হতে হবে। সে শিক্ষাটি কি?....আগামিতে জানতে পারবেন।